পৌর নির্বচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আজ ক্ষমতাসীন আওয়ামী লীগের ‘পৌরসভা নির্বাচন মনোনয়ন বোর্ড’ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে সোমবার এ বৈঠক অনুষ্ঠিত হবে। এটি পৌরসভা নির্বাচন মনোনয়ন বোর্ডের প্রথম বৈঠক। প্রার্থী বাছাই প্রক্রিয়ায় সংসদীয় বোর্ডের সদস্যদের পাশাপাশি মনোনয়ন বোর্ডে যুক্ত করা হয়েছে দলের সাত কেন্দ্রীয় নেতাকে। তারা হলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কর্নেল ফারুক খান, কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ। বোর্ডের অন্য সদস্যরা হলেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, ড. আলাউদ্দিন, ওবায়দুল কাদের, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্লাহ। এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ গণমাধ্যমকে বলেন, দলীয় প্রার্থী চূড়ান্ত করতে সোমবার মনোনয়ন বোর্ডের বৈঠক আহ্বান করা হয়েছে। সেখানে প্রার্থীদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
সংবাদ শিরোনাম
প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন বোর্ডে যারা
- Reporter Name
- আপডেট টাইম : ১১:২২:০৯ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০১৫
- ৩৮৩ বার
Tag :
জনপ্রিয় সংবাদ