ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ছুটির আমেজে ন্যান্‌সি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০১৫
  • ৩৮২ বার

ধারাবাহিকভাবে চলচ্চিত্রে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন নাজমুন মুনির ন্যান্‌সি। স্বীকৃতিস্বরূপ এরই মধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি। এর বাইরে পেয়েছেন ছয় ছয়বার সেরা গায়িকা হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কার। কয়েকদিন আগেই এক জমকালো অনুষ্ঠানের আয়োজনে গুণী শিল্পী কুমার বিশ্বজিৎ ন্যান্‌সির হাতে এ পুরস্কার তুলে দিয়েছেন। তার পরপরই ঢাকা থেকে ময়মনসিংহে পাড়ি জমিয়েছেন ন্যানসি। সেখানে নতুন বাড়ির কাজ শুরু করেছেন। স্বামী নাজিমুজ্জামান জায়েদের পাশাপাশি তিনি নিজেও এ বাড়ির কাজের দেখভাল করছেন। পুরস্কার প্রাপ্তি, নতুন বাড়ির কাজ এবং বলা যায় কয়েকদিনের জন্য গান থেকে ছুটি নিয়ে ময়মনসিংহে এখন বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন এই শিল্পী। তবে ছুটি শেষে রেকর্ডিং ও শোগুলো এবার হিসাব মিলিয়ে করতে হবে তাকে। কারণ, বাড়ির কাজ চলবে আরও চার মাস। এ সময়টায় ঢাকার পাশাপাশি প্রায়ই ময়মনসিংহেও থাকতে হবে তাকে। তাই শুধু বিশেষ বিশেষ শোগুলোই এ সময়টায় করবেন তিনি। আর রেকর্ডিংয়ের জন্য রাখবেন টানা এক সপ্তাহ। সংগীত পরিচালকদের সঙ্গে সেভাবেই শিডিউল দিয়ে রাখবেন তিনি। এ বিষয়ে ন্যান্‌সি বলেন, বাড়ির কাজের জন্য আসলে এটাই উপযুক্ত সময়। কারণ, কয়েকদিন পরই বৃষ্টি শুরু হয়ে যাবে। এই ফাঁকে আমি কিছু অবসর সময় পেয়ে গেলাম। বলতে পারেন এখন ময়মনসিংহে ছুটির আমেজ নিয়ে ফুরফুরে মেজাজেই আছি। বাড়ির কাজ তদারকি করছি। অনেক ভাল লাগছে। তাই সহসাই ফিরছি না। একবারে হয়তো ৭ দিনের জন্য গিয়ে ঈদের কাজগুলো করে আসবো। এভাবেই এখন রেকর্ডিং করতে হবে। কিছু করার নেই। আর শো আমি এমনিতেই খুব বেছে বেছে করি। তাই সমস্যা খুব একটা হবে না। এদিকে এরই মধ্যে নিজের একক নজরুলসংগীতের অ্যালবামের কাজ অনেকটা এগিয়েছেন ন্যান্‌সি। তবে খুব তাড়াহুড়ো নেই অ্যালবাম নিয়ে। এর বাইরে হাবিবের সুরে সম্প্রতি একটি জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন তিনি। ঈদের কয়েকটি মিশ্র অ্যালবামেও তার গাওয়ার কথা রয়েছে। নিজের কাজ প্রসঙ্গে ন্যান্‌সি বলেন, নজরুলসংগীতের অ্যালবামের কাজ চলছে। তবে এটা সময় নিয়ে করছি। আর মিশ্র অ্যালবামেও গাইছি। সামনেও কয়েকটি গান করার কথা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো কাজ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ছুটির আমেজে ন্যান্‌সি

আপডেট টাইম : ০৭:০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০১৫

ধারাবাহিকভাবে চলচ্চিত্রে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন নাজমুন মুনির ন্যান্‌সি। স্বীকৃতিস্বরূপ এরই মধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি। এর বাইরে পেয়েছেন ছয় ছয়বার সেরা গায়িকা হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কার। কয়েকদিন আগেই এক জমকালো অনুষ্ঠানের আয়োজনে গুণী শিল্পী কুমার বিশ্বজিৎ ন্যান্‌সির হাতে এ পুরস্কার তুলে দিয়েছেন। তার পরপরই ঢাকা থেকে ময়মনসিংহে পাড়ি জমিয়েছেন ন্যানসি। সেখানে নতুন বাড়ির কাজ শুরু করেছেন। স্বামী নাজিমুজ্জামান জায়েদের পাশাপাশি তিনি নিজেও এ বাড়ির কাজের দেখভাল করছেন। পুরস্কার প্রাপ্তি, নতুন বাড়ির কাজ এবং বলা যায় কয়েকদিনের জন্য গান থেকে ছুটি নিয়ে ময়মনসিংহে এখন বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন এই শিল্পী। তবে ছুটি শেষে রেকর্ডিং ও শোগুলো এবার হিসাব মিলিয়ে করতে হবে তাকে। কারণ, বাড়ির কাজ চলবে আরও চার মাস। এ সময়টায় ঢাকার পাশাপাশি প্রায়ই ময়মনসিংহেও থাকতে হবে তাকে। তাই শুধু বিশেষ বিশেষ শোগুলোই এ সময়টায় করবেন তিনি। আর রেকর্ডিংয়ের জন্য রাখবেন টানা এক সপ্তাহ। সংগীত পরিচালকদের সঙ্গে সেভাবেই শিডিউল দিয়ে রাখবেন তিনি। এ বিষয়ে ন্যান্‌সি বলেন, বাড়ির কাজের জন্য আসলে এটাই উপযুক্ত সময়। কারণ, কয়েকদিন পরই বৃষ্টি শুরু হয়ে যাবে। এই ফাঁকে আমি কিছু অবসর সময় পেয়ে গেলাম। বলতে পারেন এখন ময়মনসিংহে ছুটির আমেজ নিয়ে ফুরফুরে মেজাজেই আছি। বাড়ির কাজ তদারকি করছি। অনেক ভাল লাগছে। তাই সহসাই ফিরছি না। একবারে হয়তো ৭ দিনের জন্য গিয়ে ঈদের কাজগুলো করে আসবো। এভাবেই এখন রেকর্ডিং করতে হবে। কিছু করার নেই। আর শো আমি এমনিতেই খুব বেছে বেছে করি। তাই সমস্যা খুব একটা হবে না। এদিকে এরই মধ্যে নিজের একক নজরুলসংগীতের অ্যালবামের কাজ অনেকটা এগিয়েছেন ন্যান্‌সি। তবে খুব তাড়াহুড়ো নেই অ্যালবাম নিয়ে। এর বাইরে হাবিবের সুরে সম্প্রতি একটি জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন তিনি। ঈদের কয়েকটি মিশ্র অ্যালবামেও তার গাওয়ার কথা রয়েছে। নিজের কাজ প্রসঙ্গে ন্যান্‌সি বলেন, নজরুলসংগীতের অ্যালবামের কাজ চলছে। তবে এটা সময় নিয়ে করছি। আর মিশ্র অ্যালবামেও গাইছি। সামনেও কয়েকটি গান করার কথা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো কাজ করা হবে।