হাওর বার্তা ডেস্কঃ নাট্যাঙ্গনে রসিক অভিনেতা হিসেবেই পরিচিতি আ খ ম হাসান। বর্তমান সময়ে তিনি এতটাই ব্যস্ত, টিভি চ্যানেলগুলোকেও তার সিডিউল পেতে বেশ বেগ পেতে হয়! তার একের পর এক নাটক ইউটিউবে প্রকাশ হচ্ছে। বেশিরভাগ নাটকই জনপ্রিয়তা পাচ্ছে। তবে এবার তিনি নতুন সিনেমায় নাম লেখালেন। চলচ্চিত্রের নাম ‘কানামাছি’। এ সিনেমায় আ খ ম হাসান অভিনয় করবেন ট্যুর অপারেটরের চরিত্রে।
আ খ ম হাসান বলেন, ‘ছবিটির বেশিরভাগ অংশ নেপালে শুটিং হবে। এবারই প্রথম ট্যুর অপারেটরের চরিত্রে দেখা যাবে আমাকে। একটা ট্যুরকে কেন্দ্র করে আমাদের জীবনে ভালো-মন্দ-আনন্দের যে অভিজ্ঞতা হয়, তা নিয়েই চলচ্চিত্রটি নির্মাণ করা হবে।’ চলচ্চিত্রটিতে জুটি বাঁধছেন মডেল-অভিনেতা ইমন ও নায়িকা সূচনা আজাদ। ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনেত্রী জাকিয়া বারী মমকে দেখা যাবে। ছবিটি পরিচালনা করছেন অঞ্জন আইচ। আগামীবছরের মার্চে ছবির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক। অঞ্জন আইচ বলেন, ‘নায়ক ইমন তার সাবেক প্রেমিকার পিছু নিয়ে নেপাল যান। তবে নায়িকা ডুবে আছেন অন্য কিছুতে। তাদের ট্যুর আপারেটর আ ক ম হাসান। ট্যুরকে কেন্দ্র করে ছবিটি নির্মাণ করা হলেও একটি দারুণ গল্প দেখতে পাবেন দর্শকরা। আশা করছি ভালো কিছু হতে যাচ্ছে।’
অভিনেতা ইমন বলেন, ‘গল্পটা অনেক সুন্দর, প্রথম যখন শুনি তখনই আমার ভালো লেগেছে। যে কারণে ছবিটিতে যুক্ত হওয়া। আশা করি, দর্শকরা ছবিটি পছন্দ করবেন।’ ছবিটিতে আরো অভিনয় করছেন টুটল চৌধুরী, ফারুক আহমেদ, মাহবুব প্রমুখ। এদিকে আজ থেকে ‘ডিগবাজি’ শিরোনামে একটি ধারাবাহিক নাটকের শুটিং করেছেন আ খ ম হাসান। মানস পালের রচনায় নাটকটি নির্মাণ করছেন মজিবুল হক খোকন। এই ধারাবাহিকে আরো অভিনয় করছেন ড. এনামুল হক, আনিসুর রহমান মিলন, কণ্ঠশিল্পী শুভ্রদেব, মৌসুমী হামিদ, ঊর্মিলা শ্রাবন্তী কর, সাজু খাদেম, মনিরা আক্তার মিঠু, নাদিয়া মীম, ফারজানা ছবি, জামিল প্রমুখ।