হাওর বার্তা ডেস্কঃ চট্টগ্রামের একটি ছয়তলা আবাসিক ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বেশ কিছু মালামাল পুড়ে গেলেও ফায়ার সার্ভিস দ্রুত ব্যবস্থা নিয়ে আগুন নিভিয়ে ফেলায় বড় কোনো ক্ষতি হয়নি।
আজ বৃহস্পতিবার ভোর চারটার দিকে নগরের চকবাজারে ছয়তলা এসএস টাওয়ারে এ ঘটনা ঘটে। ছয়তলা ওই আবাসিক ভবনের নিচতলায় আগুন লাগে।
ভোর চারটায় আগুন লাগার পর নন্দনকানন ফায়ার স্টেশনের দুটি গাড়ি গিয়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম ফায়ার স্টেশনের সহকারী পরিচালক জসীম উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈদ্যুতিক সরঞ্জামের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।