হাওর বার্তা ডেস্কঃ সকালটা গড়ালেই পেটে কেমন একটা টান পড়ে। দুপুর বেলায় মুচমুচে গরম গরম সমুচা, সিঙ্গারা এসব পেটে না পুরলেই যেন নয়! অনেকের শুধুই সমুচা পছন্দ। বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন শহরে অসংখ্য দোকান খাবারটির জন্যই বিখ্যাত হয়ে উঠেছে। তবে আপনি শুনলে আঁতকে উঠতে পারেন, সোমালিয়ায় সমুচা খাওয়া নিষিদ্ধ।
একটা খাবার জনপ্রিয়তা না-ই থাকতে পারে। কারণ এটা অনেকটাই শহরের মানুষের উপর নির্ভর করে। নির্দিষ্ট অঞ্চল ভেদে রাস্তার খাবার বা স্ট্রিট ফুড এর ভিন্নতা দেখা যায়। এমনকি একই শহরের মধ্যেও রাস্তা ভেদে আলাদা রকমের খাবার পাওয়া যায়। তবে সোমালিয়ায় সমুচটা নিষিদ্ধ হয়েছে অন্য কারণে। স্থানীয় দল আল শাহবাবের মতে, সমুচার ভেতরে পঁচা মাংস ভরে দেয়া হয়। আর তাই এটি সোমালিয়ায় নিষিদ্ধ।
২০১১ সালে সোমালিয়ায় সমুচা নিষিদ্ধ করা হয়। সাদাসিধে খাবারটির এই নাকি দোষ! অনেকে আবার ভেবে থাকেন সমুচার ত্রিকোণ আকৃতিই এর নিষিদ্ধ হওয়ার মূল কারণ। সত্যিই কি তাই? আসল ঘটনাটাই হয়তো অজানা।