হাওর বার্তা ডেস্কঃ বর্তমান পাকিস্তান, সাল ১৮৯৮। লান্ডি-কোটাল উপজাতি অধ্যুষিত পাক-আফগান সীমান্তের শহর পেশোয়ার। এখানে ছিল একটি ব্রিটিশ ক্যান্টনমেন্ট। একদিন ক্যান্টনমেন্টের এক মেজর মদ খেয়ে নেশার ঘোরে দেখলেন একটি বটগাছ তাকে মারতে আসছে। তিনি সাথে সাথে বটগাছটিকে বন্দী করার আদেশ দিলেন।
অফিসারের আদেশ বলে কথা! বটগাছের আষ্টেপৃষ্ঠে শিকল জড়িয়ে তখুনি গাছটিকে বন্দী করা হল। সেই থেকে এখন পর্যন্ত ১২১ বছর ধরে বটগাছটি শিকলবন্দী অবস্থায় পেশোয়ারে রয়েছে। কেউ জানে না এই গাছের কী অপরাধ, কেউ এটাও জানে না যে শিকল খোলা হচ্ছে না কেন!
পেশোয়ার বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মুখতিয়ার দুরানি জানিয়েছেন, ঘটনাটি মর্মান্তিক হলেও এর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। ব্রিটিশ শাসনের সময় উপজাতি বহুল এই এলাকায় আইন কানুন কতটা ভয়াবহ ছিল, তার উদাহরণ হয়েই রয়েছে এই বন্দী বটগাছ।