সতর্ক থাকতে হবে মাহিকে

বর্তমান চলচ্চিত্রের সেরা নায়িকা মাহিয়া মাহির এখন কি হবে এ নিয়ে আলোচনা চলচ্চিত্রের সবখানেই। আবিষ্কারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া থেকে বিদায় হওয়ার পর অনেকেই মাহির ক্যারিয়ার নিয়ে একদিকে যেমন চিন্তিত, তেমনি শঙ্কিত। মাহি অভিনীত জাজ মাল্টিমিডিয়ার দুই ছবি ‘অনেক দামে কেনা’ ও ‘অগ্নি টু’ নিয়েও। বর্তমানে যেভাবে মাহির পক্ষে-বিপক্ষে আলোচনা চলছে, যেভাবে নানা গোপন বিষয়গুলো ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে, তাতে মাহির সঙ্গে ছবি দুটিও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে চলচ্চিত্র-বোদ্ধারা মনে করছেন। অবশ্য ক্ষতি হলেও হতে পারে এমন সম্ভাবনা মেনে নিয়েই জাজ মাল্টিমিডিয়া মাহির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। তবে জাজের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পরপরই নতুন প্রযোজনা সংস্থা ভার্সেটাইল মিডিয়ার চার ছবিতে মাহির চুক্তিবদ্ধ হওয়ার কথা শোনা গেছে। এর মধ্যে সৈকত নাসির একটি ছবির পরিচালক এটাও জানা গেছে। তবে যেহেতু এখন পর্যন্ত ভার্সেটাইল মাল্টিমিডিয়ার কোন ছবি মুক্তি পায়নি সেহেতু এ প্রযোজনা সংস্থার প্রতি পুরোমাত্রায় নির্ভর করা মাহির জন্য ঠিক হচ্ছে কি-না এমন প্রশ্নও অনেকেই তুলছেন। তবে মাহি যদি পেশাদার মনোভাব নিয়ে কাজ করতে চান তাহলে ভাল মানের প্রযোজক-পরিচালকদের ছবিতে কাজ করে নিজের অবস্থান ধরে রাখতে পারবেন বলে চলচ্চিত্রবোদ্ধারা মন্তব্য করছেন। তাদের কথা, জাজ মাল্টিমিডিয়া থেকে মাহি নায়িকা হয়েছেন, যে ধরনের রাজকীয় জীবনযাপন করেছেন, বাড়তি সুযোগ-সুবিধা পেয়েছেন, সেগুলো পেতে গেলে তাকে প্রচণ্ড পরিশ্রমের পাশাপাশি সম্পূর্ণ পেশাদার মনোভাব নিয়ে কাজ করতে হবে। হতে হবে সামাজিক। আচার-আচরণে পরিবর্তন আনতে হবে। আর নিজের মুখটা বন্ধ রাখতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি দেয়া থেকে শুরু করে কথাবার্তায় অনেক সতর্ক থাকতে হবে। যদি মাহি এসব বিষয়ে সতর্ক থেকে কাজের প্রতি নিষ্ঠাবান হতে পারেন তাহলে বর্তমান বিপর্যয় কাটিয়ে উঠে নিজের অবস্থান অনুযায়ী কাজও করতে পারবেন। টিকেও থাকতে পারবেন। জাজের মতো যদি আবারও কারও হাতের পুতুল হন, যদি কারও কথামতো সিদ্ধান্ত নেন, চলাফেরা করেন, তাহলে মাহির কী হবে এ প্রশ্নের উত্তর খুঁজে পেতে তার নিজেরও কষ্ট হবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর