ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন তার নাম ভাঙিয়ে ঘনিষ্ঠ বন্ধু বা অন্য কোনো পরিচয়ে কারও কাছে কোনো অন্যায্য ও অন্যায় তদবির বা দাবি নিয়ে গেলে তাকে সরাসরি পুলিশে সোপর্দ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে নগরীর কাপ্তান বাজার মোড়ে ৩৮ নম্বর ওয়ার্ড এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধনকালে আয়োজিত সমাবেশে মেয়র এ আহ্বান জানান।
এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবু আহম্মেদ মান্নাফী, সারোয়ার হোসেন আলো, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর রাশিদা হোসেন মনিসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক দলীয় নেতারা উপস্থিত ছিলেন।