হাওর বার্তা ডেস্কঃ শুক্রবার শ্রীমঙ্গল সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখা।
র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদেবার্তায় মিজানকে আটকের খবর জানানো হয়। বার্তায় বলা হয়, চলমান অভিযানের অংশ হিসেবে হাবিবুর রহমান মিজানকে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়ার সময় শ্রীমঙ্গল থেকে আটক করা হয়েছে। তবে কখন তাকে আটক করা হয়েছে তা জানানো হয়নি।
এরআগে গত মঙ্গলবার রাত ১টা থেকে দেড়টা পর্যন্ত মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোডে পাগলা মিজানের বাড়ির বিলাসবহুল ফ্ল্যাটে এ অভিযান প্রসঙ্গে র্যাব-২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, মিজানের বিরুদ্ধে নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়েছিল। কিন্তু তাকে পাওয়া যায়নি।