হাওর বার্তা ডেস্কঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনা, আনন্দ, হৈ হুল্লোড়, নাচ-গান, আপ্যায়ন, প্রিয় মানুষদের কাছে পাওয়া ও প্রিয় মাতৃভূমির স্মৃতিচারণের মধ্যদিয়ে অনুষ্ঠিত হলো প্রবাসী বাংলাদেশিদের আনন্দ উৎসব-২০১৯। অনুষ্ঠানের আয়োজন করে ইতালির রোমে বসবাসরত মহিলা সমাজ কল্যাণ সমিতি।
গত ২৯সেপ্টেম্বর রোববার রোমের একটি পার্কে এ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমিতির সাধারণ সম্পাদক সৈয়দা শামীমা জামান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- সহ-সাংগঠনিক সম্পাদক মেহেনাস তাব্বাসুম শেলি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ সমিতি ইতালির সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকী বাচ্চু, বর্তমান সভাপতি হাসানুজ্জামান কামরুল, ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, ইতালি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়না আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শামিমা আক্তার পপি, সহ-সভাপতি উম্মেহানি চৌধুরী, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক জামিল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী সুলতানা রহমান, বৃহত্তর ঢাকা সমিতি ইতালি মহিলা সম্পাদক সায়রা বানু রাণী, বাংলাদেশ জাতীয় ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, তুসকোলানা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম, মহিলা অঙ্গন তরবালামনাকা সভাপতি মনোয়ারা বেগম বেবি, মহিলা সংস্থা ইতালির ভারপ্রাপ্ত সভাপতি জেসমিন সুলতানা মিরা, বাংলাদেশ মহিলা খ্রিষ্টান অ্যাসোসিয়েশন ইতালি সভাপতি রুপালী গোমেজ, পল্লী বালা নারী সংঘ সভাপতি ফরিদা রহমান প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরার মধ্যে দিয়ে বাংলাদেশ ও ইতালির বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক ধরে রেখে প্রজন্মের সেতুবন্ধন এবং স্বদেশের মমতা মাখানো ঐতিহ্যকে তুলে ধরতে কাজ করছে মহিলা সমাজ কল্যাণ সমিতি।
এ সময় সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- সিনিয়র সহ-সভাপতি নার্গিস হাওলাদার, সহ-সভাপতি নিলুফা বানু, ফাতেমা কবির, অতুসি শাহা, সুলতানা জাকির রোজি, লাভলী বেগম, শাপলা আক্তার, জাহান রুবি, সহ-সাধারণ সম্পাদক নাসরিন চৌধুরী, সালমা আক্তার, সাংগঠনিক সম্পাদক মাহবুবা আক্তার চৌধুরী বাবলি, সহ-সাংগঠনিক সম্পাদক মিলি, পরস মনি, কোষাধ্যক্ষ নার্গিস আক্তারসহ কোষাধ্যক্ষ মনি আক্তার, দফতর সম্পাদক তাসলিমা আক্তার, শিক্ষা বিষয়ক সম্পাদক ইতি, শারমিন আক্তারসহ আরো অনেকেই।
সঙ্গীতানুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল, সংগঠনের সদস্যদের গান পরিবেশন। এছাড়াও এতে গান পরিবেশন করেন রোমের বিশিষ্ট কণ্ঠ শিল্পী শহিদ, মো. সেলিম, জাহাঙ্গীর আলম, রত্না বসাক, আতিক হাজারী, মশিউর রহমান, বাবু বাঙ্গালসহ আরো অনেকেই।
পরিশেষে সমিতির সভাপতি লায়লা শাহ্ সমাপনি বক্তব্যে বলেন- আমরা সবার সহযোগিতায় ঐতিহ্যকে ধারণ করে এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে চাই। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।