হাওর বার্তা ডেস্কঃ জনতা ব্যাংক লিমিটেডের ডিজিএম মোঃ আমীর আলী সম্প্রতি জেনারেল ম্যানেজার হিসেবে পদোন্নতি লাভ করেছেন এবং প্রধান কার্যালয়ে মনিটরিং ও কমপ্লায়েন্স ডিভিশনে যোগদান করেছেন।তিনি ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির মাধ্যমে সিনিয়র অফিসার হিসেবে ১৯৮৮ সালে জনতা ব্যাংকে কর্মজীবন শুরু করেন। মোঃ আমীর আলী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
জনতা ব্যাংক স্বাধীনতা অফিসার পরিষদের বর্তমান সভাপতি মোঃ আমীর আলী জনতা ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি, বর্তমানে কেন্দ্রীয় নীতি নির্ধারণী কমিটির অন্যতম সদস্য এবং বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদ ও অর্থনীতি সমিতির আজীবন সদস্য। তিনি ফাইমা আলী নামে এক কন্যা সন্তানের জনক। তিনি একজন দক্ষ, সৎ ও কর্মট ব্যাংকার হিেিসবে সুনাম অর্জন করেছেন। তিনি সবার দোয়া প্রার্থী।