হাওর বার্তা ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্জারামপুরে ভুল চিকিৎসায় প্রসূতি ও তার দুই নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকেলে উপজেলা সদরের বেসরকারি ক্লিনিক তিতাস ইউনিটি হাসপাতালে এ ঘটনা ঘটে।
স্বজনদের অভিযোগ, বিকেলে রত্না বেগমকে সিজারের জন্য অপরাশন থিয়েটারে নিয়ে যায় কর্ত্যবরত চিকিৎসক। কিছুক্ষণ পর রত্নার শারীরিক অবস্থা অবনতি হয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। দ্রুত তাকে ঢাকায় পাঠানোর সময় রত্না ও তার দুই নবজাতকে মৃত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। ঘটনার পর থেকে হাসপাতাল মালিক পলাতক রয়েছে।
এ প্রসঙ্গে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী জানান, প্রসূতি ও যমজ নবজাতক মৃত্যুর খবরে হাসপাতালের সামনে উত্তেজিত জনতা ভিড় করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তবে এসময় হাসপাতালের চিকিৎসক-নার্স কাউকে পাওয়া যায়নি। আমরা পুলিশের পক্ষ থেকে লাশের ময়নাতদন্তের নির্দেশ দিয়েছি।