হাওর বার্তা ডেস্কঃ দেশজুড়ে ঈদের আমেজ। কিন্তু বরিশালের সে আমেজকে ছাপিয়ে গেছে ইলিশ। মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণাঞ্চলের মোকামগুলোতে পর্যাপ্ত ইলিশ আমদানি হচ্ছে। তবে চাহিদা না থাকায় দাম কিছুটা কমেছে ইলিশের।
ইলিশে সরগরম হয়ে উঠেছে বরিশালের একমাত্র বেসরকারি মৎস্য অবতরণ কেন্দ্র। চলছে ক্রেতা-বিক্রেতা, জেলে-শ্রমিকদের পদচারনা আর হাঁকডাক।
পোর্ট রোডের মৎস্য ব্যবসায়ী মো. শাহাবুদ্দিন বলেন, সারা দেশেই ঈদের আমেজ। ঢাকা, চাঁদপুরে ইলিশের চাহিদা কম, তাই দাম কমে গেছে। এ কারণে আলীপুর-মহিপুরে আমদানি বেড়েছে।
মো. শাহাবুদ্দিন আরো বলেন, কোরবানির ঈদের আগে ভেলকা সাইজের ইলিশ মণপ্রতি ৩২-৩৪ হাজার, এলসি সাইজের ইলিশ ৪৬-৪৮ হাজার, কেজি সাইজের ইলিশ ৫৩-৫৪ হাজার টাকায় বিক্রি হয়েছে। এখন ভেলকা সাইজের দাম ২৮-৩০ হাজার, এলসি সাইজের দাম ৪০-৪১ হাজার, কেজি সাইজের দাম ৪৮-৫০ হাজারে নেমে এসেছে।
মৎস্য অবতরণ কেন্দ্রের শ্রমিকরা জানান, নদী ও সাগরে ইলিশ শিকার অব্যাহত থাকলে আরো কয়েকদিন বরিশালের মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের আমদানি একইরকম থাকবে।
ব্যবসায়ীরা জানান, ভোক্তা পর্যায়ে ইলিশের চাহিদা বেড়ে গেলে দামও উর্ধ্বমুখী হবে।