হাওর বার্তা ডেস্কঃ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঐতিহ্যবাহী ময়ূরা উচ্চ বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার ময়ূরা স্কুল ছাত্র কল্যাণ সংস্থা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজাম।
আয়োজিত অনুষ্ঠানে নঈম নিজাম বলেন, তরুণদেরকে বাঁচাতে হলে মাদকের কবল থেকে রক্ষা করতে হবে। যদি আপনাদের স্বপ্নকে জয় করতে চান মাদকের বিরুদ্ধে থাকতে হবে। সন্ত্রাসীর বিরুদ্ধে থাকতে হবে। আমরা মাদকমুক্ত একটা তারুণ্য দেখতে চাই। যে তারুণ্য জয় করবে বাংলাদেশকে। আমাদের নাঙ্গলকোটে গর্ব করার মতো জায়গা আছে। শতবর্ষের শিক্ষা প্রতিষ্ঠান আছে।
আগামী দিনের বাংলাদেশকে যদি এগিয়ে নিতে হয়, নাঙ্গলকোটের তারুণ্যকে ধরে রাখতে হবে। তারুণ্যকে জয় করতে হলে মাদকমুক্ত সমাজ গড়তে হবে। জঙ্গিবাদের বিপক্ষে থাকতে হবে। তাহলে আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়তে পারবো।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান শামছুদ্দীন কালু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থমন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব কে.এম সিংহ রতন, জেলা পরিষদের সদস্য আবু বকর ছিদ্দিক আবু, কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ সচিব (প্রশাসন) একেএম সাহাব উদ্দিন, নাঙ্গলকোট পৌরসভার মেয়র আবদুল মালেক, উপজেলা ভাইস ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভুঁইয়া, উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি আবুল খায়ের আবু, মৌকরা ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের, নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম পিপিএম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক সুমন।
চুনারুঘাট সরকারি কলেজের প্রভাষক ও ময়ূরা স্কুল ছাত্র কল্যাণ সংস্থার সভাপতি মোঃ রবিউল হোসেন রবির সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক জাবেদ হোসেন পাটোয়ারী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুন প্রমুখ।
চলতি বছর এই সংগঠনের আয়োজনে বৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এরমধ্যে চূড়ান্ততভাবে উত্তীর্ণ ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন