‘আমাদের মহান জাতি ধীরে ধীরে ধর্ষণ দেশে পরিণত হয়ে যাচ্ছে। উন্নাও ধর্ষণ কাণ্ড এবং অনান্য ঘটনা তারই উদাহরণ। এই ধরনের ভয়ঙ্কর এবং জঘন্য ঘটনা বেড়েই চলেছে’, সোমবার সকালে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন তনুশ্রী দত্ত। উন্নাও ধর্ষণ কাণ্ডে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তনুশ্রী বলেন, ‘বেশিরভাগ ধর্ষণের ঘটনা ভারতেই ঘটছে। যেখানে মহিলা, যুবতী, শিশু কেউই সুরক্ষিত নয়। দিনের পর দিন তাদের ওপর অত্যাচার চালানো হচ্ছে এবং ধর্ষিত হচ্ছেন। গণধর্ষণ, খুন, অপহরণ এই ধরনের নৃশংস ঘটনা বেড়েই চলেছে। শুধু তাই নয়, ধর্ষকরা কুকুর, গরু ছাগলকেও ছাড়ছে না! তাদেরও ধর্ষণ করে চলছে। এদের মানসিকতা কোথায় গিয়ে পৌঁছেছে?’
অভিনেত্রী আরও জানালেন, ‘আসলে অসুবিধেটা পোশাকে নয়, মানুষের মানসিকতায় রয়ে গেছে। তাদের এই চিন্তাভাবনা দেশকে ডুবিয়েই ছাড়বে। চোখ খোলো, দেখার চেষ্টা করো এবং অন্ধকার থেকে বেরিয়ে এসে সত্যতাকে খোঁজো। ধর্ষণের মতো ন্যক্কারজনক ঘটনা শুধু প্রত্যন্ত গ্রামে নয়, শহরেও বেড়ে চলেছে। এখানে এত ‘সংস্কারি’ নিয়ে মাতামাতি করা হয় সেটার অর্থ কী এই জিনিসগুলো? সংস্কৃতি, ঐতিহ্য কোনও কিছুই রইল না। আমরা আবার অন্যদের পোশাক নিয়ে কথা বলি, বিচার করি তারা কেন শর্ট স্কার্ট পড়ল?
এমন অনেক জায়গা এবং বিচ রয়েছে যেখানে মানুষ উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়, সেখানে তাদেরকে কেউ ধর্ষণ বা শ্লীলতাহানি করে না।’ তবে এখানেই থেমে ছিলেন অভিনেত্রী। একের পর এক বিস্ফোরক মন্তব্য করেই গেছেন। তিনি বলেন, ‘ধর্ষণ, মানসিক অবসাদ, আত্মহত্যা দেশের যুবক, যুবতীদের একেবারে শেষ করে ফেলছে। মানুষের ভাগ্যে কী এটাই ছিল? আমাদের সমাজ, মানবিক মূল্যবোধ কোথায়? সব হাওয়া গেল? শিশুদের ওপর অত্যাচার করা হচ্ছে। তাদের কষ্ট এবং যন্ত্রণা দেওয়া হয়।’