হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১২ আগস্ট দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে।
আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মুহাম্মদ আবদুল্লাহ।
এর আগে গতকাল সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়। আগামী ১০ আগস্ট সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
গত রমজান মাসের শেষে ঈদের চাঁদ দেখা নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়। সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর কমিটির সভাপতি চাঁদ দেখতে না পাওয়ার ঘোষণা দেন। পরে রাত ১০টার পর আবার বৈঠক করে চাঁদ দেখা যাওয়ার কথা বলে পরের দিন ঈদ উদযাপনের ঘোষণা দেন ধর্ম প্রতিমন্ত্রী।