ঢাকা ০৬:২১ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

৭ কোম্পানির দুধে কোনো প্রকার স্বাস্থ্য ঝুঁকি নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪০:৫০ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯
  • ২২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশীয় প্রতিষ্ঠানে উৎপাদিত দুধে কোনো প্রকার স্বাস্থ্য ঝু্ঁকি নেই বলে জানিয়েছেন কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)। আজ বুধবার (৩১ জুলাই) দুপুরে সচিবালয়ে পুষ্টি ইউনিট, বিএআরসি কর্তৃক দুধে এন্টিবায়োটিক, সালফা ড্রাগ ও ভারী ধাতুর উপস্থিতি বিশ্লেষণ ফলাফল নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের উপস্থিতিতে বিএআরসির পুষ্টি ইউনিটের পরিচালক ড. মো. মনিরুল ইসলাম গবেষণা ফলাফল উপস্থাপন করেন।

তিনি জানান, দুধ খেয়ে কারও মরার আশঙ্কা নেই। দুধে এন্টবায়োটিক, সাফা ড্রাগ ও ভারী ধাতুর উপস্থিতি বিশ্লষণের নিমিত্তে পুষ্টি ইউনিট, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল উদ্যোগ গ্রহণ করে। সে প্রেক্ষিতে দেশের বিভিন্ন ব্যান্ডের বাজারজাতকৃত পাস্তুরিত দুধসহ কাঁচা তরল দুধ সংগ্রহ করে এসব নমুনায় কোনো প্রকার এন্টিবায়োটিক, সালফা ড্রাগ ও ভারী ধাতুর রেসিডিউ এর উপস্থিতি আছে কিনা তা পরীক্ষা করা হয়।

মনিরুল ইসলাম বলেন, মিল্ক ভিটা, আড়ং, ফার্ম ফ্রেশ, ইগলু, আরডি, সাভার ডেইরি, প্রাণের দুধ পরীক্ষা করা হয়। এসব প্রতিষ্ঠানের দুধ সংগ্রহ করে স্বীকৃত মানদণ্ড অসুসরণ করে আন্তর্জাতিক স্বীকৃত প্রতিষ্ঠান ‘এসজিএস (চেন্নাই)’ থেকে দুধের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে পাস্তুরিত ও অপাস্তুরিত দুধে কোনো প্রকার সাফলা ড্রাগ পাওয়া যায়নি।

তিনি আরও জানান, ১৬টি নমুনার মধ্যে মিল্ক ভিটায় স্ট্রেপটোমেসিন’র উপস্থিতি প্রতি কেজিতে ১০ মাইক্রোগ্রামের নিচে পাওয়া গেছে। তবে তা মানবদেহের জন্য নির্ধারিত সর্বোচ্চ সহনীয় মাত্রার অনেক নিচে (সর্বোচ্চ সহনীয় মাত্রা ২০০ মাইক্রোগ্রাম/কেজি-ইউ)।

প্রাণ গ্রুপের দুধে নমুনায় শুধুমাত্র ক্লোরামফেনিকলের উপস্থিতি প্রতি কেজিতে ০.৬ মাইক্রোগ্রাম পাওয়া গেছে। দুধের ক্ষেত্রে ক্লোরামফেনিকলের কোনো প্রকার নির্ধারিত মাত্রা পাওয়া যায়নি। তবে কারও কারও মতে ০.১ মাইক্রোগ্রাম পর্যন্ত গ্রহণযোগ্য।

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, আমরা যে আটটি কোম্পানির দুধ পরীক্ষা করেছি, সেগুলো নিরাপদ। হাইকোর্টের বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। সেটা আইনজীবরা দেখবেন। আমার ধারণা ছোটখাটো সমস্যা থাকতে পারে। ভবিষ্যতে আরো কোম্পানির দুধও পরীক্ষা করব। ছোট কোম্পানির দুধে সমস্যা থাকতে পারে। সেগুলো পরীক্ষা করবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

৭ কোম্পানির দুধে কোনো প্রকার স্বাস্থ্য ঝুঁকি নেই

আপডেট টাইম : ০৩:৪০:৫০ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯

হাওর বার্তা ডেস্কঃ দেশীয় প্রতিষ্ঠানে উৎপাদিত দুধে কোনো প্রকার স্বাস্থ্য ঝু্ঁকি নেই বলে জানিয়েছেন কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)। আজ বুধবার (৩১ জুলাই) দুপুরে সচিবালয়ে পুষ্টি ইউনিট, বিএআরসি কর্তৃক দুধে এন্টিবায়োটিক, সালফা ড্রাগ ও ভারী ধাতুর উপস্থিতি বিশ্লেষণ ফলাফল নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের উপস্থিতিতে বিএআরসির পুষ্টি ইউনিটের পরিচালক ড. মো. মনিরুল ইসলাম গবেষণা ফলাফল উপস্থাপন করেন।

তিনি জানান, দুধ খেয়ে কারও মরার আশঙ্কা নেই। দুধে এন্টবায়োটিক, সাফা ড্রাগ ও ভারী ধাতুর উপস্থিতি বিশ্লষণের নিমিত্তে পুষ্টি ইউনিট, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল উদ্যোগ গ্রহণ করে। সে প্রেক্ষিতে দেশের বিভিন্ন ব্যান্ডের বাজারজাতকৃত পাস্তুরিত দুধসহ কাঁচা তরল দুধ সংগ্রহ করে এসব নমুনায় কোনো প্রকার এন্টিবায়োটিক, সালফা ড্রাগ ও ভারী ধাতুর রেসিডিউ এর উপস্থিতি আছে কিনা তা পরীক্ষা করা হয়।

মনিরুল ইসলাম বলেন, মিল্ক ভিটা, আড়ং, ফার্ম ফ্রেশ, ইগলু, আরডি, সাভার ডেইরি, প্রাণের দুধ পরীক্ষা করা হয়। এসব প্রতিষ্ঠানের দুধ সংগ্রহ করে স্বীকৃত মানদণ্ড অসুসরণ করে আন্তর্জাতিক স্বীকৃত প্রতিষ্ঠান ‘এসজিএস (চেন্নাই)’ থেকে দুধের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে পাস্তুরিত ও অপাস্তুরিত দুধে কোনো প্রকার সাফলা ড্রাগ পাওয়া যায়নি।

তিনি আরও জানান, ১৬টি নমুনার মধ্যে মিল্ক ভিটায় স্ট্রেপটোমেসিন’র উপস্থিতি প্রতি কেজিতে ১০ মাইক্রোগ্রামের নিচে পাওয়া গেছে। তবে তা মানবদেহের জন্য নির্ধারিত সর্বোচ্চ সহনীয় মাত্রার অনেক নিচে (সর্বোচ্চ সহনীয় মাত্রা ২০০ মাইক্রোগ্রাম/কেজি-ইউ)।

প্রাণ গ্রুপের দুধে নমুনায় শুধুমাত্র ক্লোরামফেনিকলের উপস্থিতি প্রতি কেজিতে ০.৬ মাইক্রোগ্রাম পাওয়া গেছে। দুধের ক্ষেত্রে ক্লোরামফেনিকলের কোনো প্রকার নির্ধারিত মাত্রা পাওয়া যায়নি। তবে কারও কারও মতে ০.১ মাইক্রোগ্রাম পর্যন্ত গ্রহণযোগ্য।

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, আমরা যে আটটি কোম্পানির দুধ পরীক্ষা করেছি, সেগুলো নিরাপদ। হাইকোর্টের বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। সেটা আইনজীবরা দেখবেন। আমার ধারণা ছোটখাটো সমস্যা থাকতে পারে। ভবিষ্যতে আরো কোম্পানির দুধও পরীক্ষা করব। ছোট কোম্পানির দুধে সমস্যা থাকতে পারে। সেগুলো পরীক্ষা করবো।