সুনামগঞ্জে হাওরের মাছ ধরতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু

হাওর বার্তা ডেস্কঃ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার পাগনার হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে বাবা ও ছেলের। আজ শুক্রবার (১৯ জুলাই) সকাল ৭টার দিকে বজ্রপাতে এ নিহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন, জামালগঞ্জ উপজেরার ফেনারবাক ইউনিয়নের শান্তিপুর গ্রামের বানু হোসেন (৪০) ও তার ছেলে সুমন মিয়া (১৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাবা-ছেলে পাগনার হাওরের একসাথে মাছ ধরতে যায়। এ সময় জামালগঞ্জে প্রচুর বৃষ্টিপাতের সাথে বজ্রপাতও হচ্ছিল। হঠাৎ বজ্রপাতে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয় তাদের লোকজন তাদের মৃতদেহ হাওরে পড়ে থাকতে দেখে উদ্ধার করে তাদের পরিবারের লোকজনকে খবর দেয়।

বাদ জুমা জানাজা শেষে বাবা-ছেলেকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা পাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর