হাওর বার্তা ডেস্কঃ এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে কিশোরগঞ্জ জেলার একটি প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল করেছে। প্রতিষ্ঠানটি হচ্ছে, কুলিয়ারচরের আবুল কাসেম কলেজ। কুলিয়ারচরের আবুল কাসেম কলেজ থেকে এবার চার জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিয়েছিল। কিন্তু তাদের কেউ পাশ করতে পারেনি।
ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, আবুল কাসেম কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়া চার পরীক্ষার্থীই ছিল মানবিক শাখার। তাদের মধ্যে দুইজন এক বিষয়ে, একজন দুই বিষয়ে এবং অপরজন দুইটিরও বেশি বিষয়ে ফেল করেছে।
জানা গেছে, আবুল কাসেম কলেজের শতভাগ ফেলের নজির এবারই প্রথম নয়। সাম্প্রতিক সময়ের মধ্যে ২০১৭ সালেও প্রতিষ্ঠানটির শতভাগ পরীক্ষার্থী ফেল করে।
২০১৭ সালে আবুল কাসেম কলেজ থেকে দুই জন পরীক্ষার্থী অংশ নিলেও কেউ পাশ করতে পারেনি।
কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নে ২০০৬ সালে কলেজটি প্রতিষ্ঠা করা হয়।