ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দেশ ও জাতি গঠনে “দৈনিক আমার দেশ” পত্রিকার কাছে নেত্রকোণার জনগণের প্রত্যাশা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ভুল অস্ত্রোপচার, যা ঘটেছিল প্রিয়াঙ্কা সঙ্গে সচিবালয়ে উপদেষ্টা হাসান আরিফের তৃতীয় জানাজা সম্পন্ন সাবেক সচিব ইসমাইল রিমান্ডে অবশেষে বিল পাস করে ‘শাটডাউন’ এড়াল যুক্তরাষ্ট্র চাঁদাবাজদের ধরতে অভিযান শুরু হচ্ছে: ডিএমপি কমিশনার নির্বাচনের পর নিজের নিয়মিত কাজে ফিরে যাবেন ড. ইউনূস ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৬ জুলাই আন্দোলন বিগত বছরগুলোর অনিয়মের সমষ্টি: ফারুকী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম ‘সড়কে নৈরাজ্যের সঙ্গে রাজনৈতিক প্রভাব জড়িত

এগিয়ে সেলিমা রহমান ও রুমিন ফারহানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৪:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০১৯
  • ২৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ সংরক্ষিত নারী আসনে বিএনপির কোন নেত্রী মনোনয়ন পাচ্ছেন তা নিয়ে দলের মধ্যে চলছে জল্পনা-কল্পনা। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন গত সোমবার ২০ মে। সে হিসেবে আজই বিএনপির প্রার্থীকে মনোনয়নপত্র জমা দিতে হবে। এক্ষেত্রে আলোচনায় এগিয়ে আছেন দলটির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

এদিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য থাইল্যান্ডে যাওয়ার আগে নারী  আসনের প্রার্থীর কাগজে স্বাক্ষর করে গেছেন। লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা আসার পর তাতে প্রার্থীর নাম বসিয়ে জমা দেওয়া হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আরও আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আসিফা আশরাফী পাপিয়া ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়সহ অনেকে। আরও জানা গেছে, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসন থেকে লড়েছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান। সর্বশেষ ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে তার পরিবর্তে মনোনয়ন দেওয়া হয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাম-লীর সদস্য এ্যাডভোকেট জয়নুল আবেদীনকে। এ কারণে দল তাকে মূল্যায়ন করতে পারে।

এ ব্যাপারে সেলিমা রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে সাংবাদিককে তিনি বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এর পাশাপাশি দল সংসদে পাঠালে সেখানেও ভূমিকা রাখার চেষ্টা করব।’

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক ‘প্রভাবশালী’ ভাইস চেয়ারম্যান এরই মধ্যে সাংবাদিককে জানিয়েছেন, দলীয় সংসদ সদস্যদের শপথের বিষয়ে সিদ্ধান্ত জানান লন্ডনে অবস্থানরত তারেক রহমান। এবারও তার সবুজ সঙ্কেত পাওয়ার পর বিএনপি নারী আসনের প্রার্থী দেবে। নারী আসনে ভাষাসৈনিক অলি আহাদের মেয়ে ব্যারিস্টার রুমিন ফারহানার সম্ভাবনা বেশি। গতকাল ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে যোগাযোগ করা হলে সাংবাদিককে তিনি বলেন, ‘দল সংসদে ভূমিকা রাখার সুযোগ দিলে কাজ করতে চাই।’ নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা দেশ রূপান্তরকে বলেন, ব্যারিস্টার রুমিন ফারহানা টিভি টকশোতে দলের পক্ষে ভালো ভূমিকা রাখেন। পাশাপাশি কূটনৈতিক অঙ্গনেও দৌড়ঝাঁপ করেন। তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ের অনেকের প্রিয়মুখ তিনি। এসব হিসাবে তিনিই এগিয়ে রয়েছেন।

বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুনুর রশীদের স্ত্রী এ্যাডভোকেট আসিফা আশরাফী পাপিয়া দেশ রূপান্তরকে বলেন, দল চাইলে তিনি সংসদে ভূমিকা রাখতে চান। আলোচনায় থাকা বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, দল কাকে মনোনয়ন দেবে তা এখনো জানায়নি। কাউকে জানানো হয়েছে কি না তাও তিনি জানেন না। আফরোজা আব্বাসের ঘনিষ্ঠরা জানিয়েছেন, আলোচনায় থাকলেও তিনি সংসদে যেতে চান না। তবে দল দায়িত্ব দিলে যাবেন।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, বিএনপি সংরক্ষিত নারী আসনে একটি আসন পাবে। সে আসনে তফসিল অনুযায়ী ২০  মের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই ২১ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৮ মে ও ভোট ১৬ জুন। সাধারণত দলগুলো নারী আসনে একক প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ায় প্রার্থিতা প্রত্যাহারের দিনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত  ঘোষণা করা হয় প্রার্থীদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

দেশ ও জাতি গঠনে “দৈনিক আমার দেশ” পত্রিকার কাছে নেত্রকোণার জনগণের প্রত্যাশা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

এগিয়ে সেলিমা রহমান ও রুমিন ফারহানা

আপডেট টাইম : ১১:০৪:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০১৯

হাওর বার্তা ডেস্কঃ সংরক্ষিত নারী আসনে বিএনপির কোন নেত্রী মনোনয়ন পাচ্ছেন তা নিয়ে দলের মধ্যে চলছে জল্পনা-কল্পনা। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন গত সোমবার ২০ মে। সে হিসেবে আজই বিএনপির প্রার্থীকে মনোনয়নপত্র জমা দিতে হবে। এক্ষেত্রে আলোচনায় এগিয়ে আছেন দলটির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

এদিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য থাইল্যান্ডে যাওয়ার আগে নারী  আসনের প্রার্থীর কাগজে স্বাক্ষর করে গেছেন। লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা আসার পর তাতে প্রার্থীর নাম বসিয়ে জমা দেওয়া হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আরও আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আসিফা আশরাফী পাপিয়া ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়সহ অনেকে। আরও জানা গেছে, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসন থেকে লড়েছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান। সর্বশেষ ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে তার পরিবর্তে মনোনয়ন দেওয়া হয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাম-লীর সদস্য এ্যাডভোকেট জয়নুল আবেদীনকে। এ কারণে দল তাকে মূল্যায়ন করতে পারে।

এ ব্যাপারে সেলিমা রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে সাংবাদিককে তিনি বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এর পাশাপাশি দল সংসদে পাঠালে সেখানেও ভূমিকা রাখার চেষ্টা করব।’

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক ‘প্রভাবশালী’ ভাইস চেয়ারম্যান এরই মধ্যে সাংবাদিককে জানিয়েছেন, দলীয় সংসদ সদস্যদের শপথের বিষয়ে সিদ্ধান্ত জানান লন্ডনে অবস্থানরত তারেক রহমান। এবারও তার সবুজ সঙ্কেত পাওয়ার পর বিএনপি নারী আসনের প্রার্থী দেবে। নারী আসনে ভাষাসৈনিক অলি আহাদের মেয়ে ব্যারিস্টার রুমিন ফারহানার সম্ভাবনা বেশি। গতকাল ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে যোগাযোগ করা হলে সাংবাদিককে তিনি বলেন, ‘দল সংসদে ভূমিকা রাখার সুযোগ দিলে কাজ করতে চাই।’ নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা দেশ রূপান্তরকে বলেন, ব্যারিস্টার রুমিন ফারহানা টিভি টকশোতে দলের পক্ষে ভালো ভূমিকা রাখেন। পাশাপাশি কূটনৈতিক অঙ্গনেও দৌড়ঝাঁপ করেন। তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ের অনেকের প্রিয়মুখ তিনি। এসব হিসাবে তিনিই এগিয়ে রয়েছেন।

বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুনুর রশীদের স্ত্রী এ্যাডভোকেট আসিফা আশরাফী পাপিয়া দেশ রূপান্তরকে বলেন, দল চাইলে তিনি সংসদে ভূমিকা রাখতে চান। আলোচনায় থাকা বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, দল কাকে মনোনয়ন দেবে তা এখনো জানায়নি। কাউকে জানানো হয়েছে কি না তাও তিনি জানেন না। আফরোজা আব্বাসের ঘনিষ্ঠরা জানিয়েছেন, আলোচনায় থাকলেও তিনি সংসদে যেতে চান না। তবে দল দায়িত্ব দিলে যাবেন।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, বিএনপি সংরক্ষিত নারী আসনে একটি আসন পাবে। সে আসনে তফসিল অনুযায়ী ২০  মের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই ২১ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৮ মে ও ভোট ১৬ জুন। সাধারণত দলগুলো নারী আসনে একক প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ায় প্রার্থিতা প্রত্যাহারের দিনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত  ঘোষণা করা হয় প্রার্থীদের।