ঢাকা ০৪:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আগামীকাল সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮
  • ২৮৭ বার

হাওর বার্তা ডেস্কঃ তিন দিনের সফরে আগামীকাল মঙ্গলবার সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা রবিবার এ কথা জানান। প্রধানমন্ত্রী বুধবার রিয়াদে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজেরএক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।

দুই শীর্ষ নেতার এই বৈঠকে ব্যবসা ও বিনিয়োগ, সৌদিতে বাংলাদেশের কর্মী নিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে সহযোগিতার বিষয়গুলো প্রাধান্য পাবে।

বুধবার পরে বাংলাদেশ দূতাবাসের নতুন ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই একই দিনে তার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

এর পরদিন বৃহস্পতিবার তিনি পবিত্র ওমরাহ হজ পালন করবেন।

২০১৪ সালে ক্ষমতায় আসার পর এ নিয়ে চতুর্থ দফা সৌদি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এর আগে এ বছরের এপ্রিলে তিনি শেষবারের মত রিয়াদ সফর করেন। সৌদি নেতৃত্বাধীন ২৩ দেশের যৌথ সামরিক মহড়া ‘গাল্ফ শিল্ড-১’-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দিতেই তিনি তখন সৌদি সফরে যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আগামীকাল সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১১:২০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮

হাওর বার্তা ডেস্কঃ তিন দিনের সফরে আগামীকাল মঙ্গলবার সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা রবিবার এ কথা জানান। প্রধানমন্ত্রী বুধবার রিয়াদে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজেরএক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।

দুই শীর্ষ নেতার এই বৈঠকে ব্যবসা ও বিনিয়োগ, সৌদিতে বাংলাদেশের কর্মী নিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে সহযোগিতার বিষয়গুলো প্রাধান্য পাবে।

বুধবার পরে বাংলাদেশ দূতাবাসের নতুন ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই একই দিনে তার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

এর পরদিন বৃহস্পতিবার তিনি পবিত্র ওমরাহ হজ পালন করবেন।

২০১৪ সালে ক্ষমতায় আসার পর এ নিয়ে চতুর্থ দফা সৌদি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এর আগে এ বছরের এপ্রিলে তিনি শেষবারের মত রিয়াদ সফর করেন। সৌদি নেতৃত্বাধীন ২৩ দেশের যৌথ সামরিক মহড়া ‘গাল্ফ শিল্ড-১’-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দিতেই তিনি তখন সৌদি সফরে যান।