হাওর বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমিতসংখ্যক আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন প্রক্রিয়াকে ইভিএমের আওতায় আনতে সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৪ হাজার কোটি টাকার ইভিএম প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
তবে একনেকের সিদ্ধান্ত অনুযায়ী তিন ধাপে কিনতে হবে দেড় লাখ ইভিএম। সেই সিদ্ধান্তের প্রেক্ষিতেই এবার প্রথম পর্যায়ে ৮৪ হাজার ইভিএম কিনতে চাচ্ছে ইসি। এজন্য চলতি অর্থবছরে (২০১৮-১৯) মধ্যমেয়াদি বাজেট কাঠামোর আওতায় প্রায় ২ হাজার কোটি টাকা সংস্থান রাখার জন্য অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানাগেছে।
ইসি সচিব জানান, ‘ইভিএম প্রকল্পটি একনেকে অনুমোদন পেয়েছে। প্রকল্পটি আমাদের তিন ধাপে বাস্তবায়ন করা হবে। এজন্য প্রথম পর্যায়ে আমরা ৮৪ হাজার ইভিএম কিনতে অর্থ মন্ত্রণালয়ের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছি। ইসি থেকে প্রথম পর্যায়ের ইভিএম কিনতে চলতি অর্থবছরে অর্থ মন্ত্রণালয়কে ২ হাজার কোটি টাকা সংস্থান রাখার জন্য চিঠি দিয়েছি।