বেসরকারি ব্যাংকগুলোকে ‘কর্তৃপক্ষ’ হিসেবে নির্ধারণ

হাওর বার্তা ডেস্কঃ দেশের সব বেসরকারি ব্যাংককে ‘কর্তৃপক্ষ’ হিসেবে নির্ধারণ করেছে সরকার। রোববার সরকারি এক তথ্য বিবরণীতে বিষয়টি জানানো হয়েছে। তথ্য বিবরণীতে বলা হয়েছে, ‘আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের ১৯.১.২০১৪ এর ১০.০০.০০০০.১২৯.০৪.২১৫.১৩-১৬ স্মারক অনুযায়ী ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১; আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এবং কোম্পানি আইন, ১৯৯৪ এর আলোকে বেসরকারি ব্যাংকসমূহ তথ্য অধিকার আইন, ২০০৯ এর ২ (খ) (ই) দফা মোতাবেক ‘কর্তৃপক্ষ’ হিসেবে বিবেচিত।’

তথ্য অধিকার আইন, ২০০৯ এর ২ (খ) (ঞ) দফায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার বেসরকারি ব্যাংকসমূহকে কর্তৃপক্ষ হিসেবে নির্ধারণ করেছে বলেও তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর