২০ অক্টোবর সোহরাওয়ার্দীতে সমাবেশ করবে জাতীয় পার্টি

হাওর বার্তা ডেস্কঃ আগামী ২০ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘সম্মিলিত জাতীয় জোটে’র ব্যানারে মহাসমাবেশ করতে চায় জাতীয় পার্টি। রোববার দলের যৌথসভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। একইসঙ্গে আগামী নির্বাচনে ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে সদস্যদের।

সভায় জানানো হয়, আগামী নির্বাচন সম্পর্কিত সিদ্ধান্ত নেয়ার একক দায়িত্ব দলীয় চেয়ারম্যানের ওপর ন্যস্ত করা হয়েছে। মহাসমাবেশের দিন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গুরুত্বপূর্ন বক্তব্য রাখবেন। এবারের সংগ্রাম হবে ক্ষমতায় যাওয়া ও উন্নয়নের সংগ্রাম।

এই সংগ্রামে জিততে হলে পার্টির সব নেতাকর্মীকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে, আর দলে দলে যোগ দিতে হবে মহাসমাবেশে। একটি অপশক্তি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিনিয়িত করছে। এই অপশক্তি মোকাবেলায় জাতীয় পার্টির নেতাকর্মীরা রাজপথে থাকার কোন বিক্ল্প নেই।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর