অবিশ্বাস্য, ৩৪ বছরের অনাবাদী জমি থেকে ‘সোনা’ বের করলেন ইনি

হাওর বার্তা ডেস্কঃ সাহস আর প্রচেষ্টা থাকলে পাহাড়ও যে কেটে এগিয়ে যাওয়া যায় তা বহু আগেই প্রমাণ করেছেন দশরথ মানঝি ৷ আর এবার তা প্রমাণ করলেন উত্তরপ্রদেশের বারাবাঁকির দেবরী গ্রামের বাসিন্দা রবীন্দ্র নাথ তিওয়ারি ৷

পূর্বপুরুষের জমি যা গত ৩৪ বছর ধরে অনাবাদী হয়ে পড়েছিল, সেই জমিই চাষ করে ফলালেন সোনার ফসল ৷ আর এই সরষে ক্ষেতই প্রমাণ করছে চেষ্টা করলে কিই না হয়! এক সংবাদ মাধ্য়মে প্রকাশিত খবর থেকে জানা যায়, বারাবাঁকি জেলার অসন্দ্রা থানার দেবরী গ্রামের বাসিন্দা রবীন্দ্র নাথ তিওয়ারি বহু বছর পর দিল্লি থেকে ফিরে হাল ধরেন এই জমির, যা গত ৩৪বছর ধরেই এভাবেই রুক্ষ অবস্থায় পড়েছিল ৷

তিনি জানান, এই জমি তাঁর বাবার ৷ অনাবাদী, জংলা এই জমি যে ফের এমন ধরণের ফসলের মুখ দেখাবে তা হয়তো কেউই ভাবতে পারেনি ৷ কিন্তু দিনরাত পরিশ্রম করার পরই এই ফলাফল পাওয়া সম্ভব হয়েছে ৷

সূত্রঃ কলকাতা

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর