কিশোরগঞ্জে ২৩ জনকে রক্তসৈনিক সন্মাননা দেয়া হয়েছে

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জে রক্তদাতা, সহযোগী ও ডোনার ক্লাবকে রক্তসৈনিক সন্মাননা দেয়া হয়েছে। গত  শুক্রবার রাতে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সন্মাননার আয়োজন করে ঈশাখাঁ ব্লাড ডোনার ক্লাব, কিশোরগঞ্জ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য দিলারা বেগম আসমা।

ঈশাখাঁ ব্লাড ডোনার ক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আ. ন. ম. নৌশাদ খান, সিভিল সার্জন ডা. মোঃ হাবিবুর রহমান, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাসউদ, কিশোরগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী লুৎফুর রহমান চৌধুরী হেলাল, রক্তদাতা শামসুল আলম শাহীন প্রমুখ।

অনুষ্ঠানে ১৯ জন রক্তদাতা, ২ জন সহযোদ্ধা ও ২ সংগঠনকে সন্মাননা প্রদান করা হয়। তারা হলেন- অ্যাডভোকেট হাসান ইমাম রঞ্জু, অ্যাডভোকেট মারুফ আহমেদ, মোঃ ফজলুল হক হেলাল, শামসুল আলম, এনায়েত করিম অমি, মোঃ আলমগীর আহমেদ, অজয় কুমার কর্মকার, টুটন রায় জয়ন্ত, অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম সোহেল, সাদিকুর রহমান খান রাজিব, মোঃ কবির উদ্দিন, এ. এস. এম. শাহজাহান, সালাউদ্দিন খান পায়েল, সমরেন্দ্র বিকাশ ঘোষ লিটন, রিপন পাল, মোঃ ফয়েজ উল্লাহ আল মামুন, নাসির আহমেদ, স্বপন চন্দ্র গৌড়, মঈন উদ্দিন আহমেদ চৌধুরী। সহযোদ্ধা হিসেবে মোঃ কুতুব উদ্দিন আহমেদ ও শাহজাহান এবং সংগঠন হিসেবে বন্ধন ব্লাড ডোনার ক্লাব হবিগঞ্জ ও বাঁধন ব্লাড ডোনার ক্লাব কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর