হাওর বার্তা ডেস্কঃ ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ঢাবির ২ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। এরা হলেন, বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের ছাত্র মহিউদ্দীন রানা ও ফলিত রসায়ন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের আবদুল্লাহ মামুন।
রানা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কৃত সহসম্পাদক ও মামুন সংগঠনটির বহিষ্কৃত কর্মী। একই ঘটনায় তাঁদের ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে রোববার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ওই দুই শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী এ তথ্য জানিয়েছেন।