হাওর বার্তা ডেস্কঃ চলতি অর্থবছরের প্রথম ২ মাসে (জুলাই-আগস্ট) পণ্য রপ্তানিতে আয় বেড়েছে। আলোচ্য সময়ে রপ্তানি পণ্যে আয় হয়েছে ৬৬২ কোটি ৮৬ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৩.৮৪ শতাংশ বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সেপ্টেম্বর মাসের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। প্রতিবেদন অনুযায়ী, গত আগস্ট মাসে পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২৯০ কোটি ডলারের পণ্য। তবে আলোচ্য মাসে পণ্য রপ্তানি থেকে আয় আসে ৩৬৪ কোটি ডলারের। সেই হিসাবে আলোচ্য মাসে রপ্তানি পণ্যে আয় বেড়েছে ২৫.৫১ শতাংশ। আর গত অর্থবছরের একই সময়ের তুলনায় এর পরিমাণ বেড়েছে ১০.৭১ শতাংশ। ২০১৭-১৮ অর্থবছরে এই ২ মাসে তৈরি পোশাক খাতের পণ্য রপ্তানিতে আয় হয়েছে ৫৫২ কোটি ৪২ লাখ ডলার। গত বছরেরর একই সময়ে রপ্তানি হয়েছিল ৪৮৪ কোটি ৩৮ লাখ ডলারের। সেই হিসাবে এই খাতে আয় বেড়েছে ১৪.৫ শতাংশ। এর মধ্যে নিটওয়্যার খাতের পণ্য রপ্তানিতে ২৮৭ কোটি ডলার এবং ওভেন গার্মেন্ট পণ্য রপ্তানিতে ২৬৬ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। আলোচ্য সময়ে গত বছরের তুলনায় রপ্তানি বেড়েছে হিমায়িত পণ্যে। এই খাতে রপ্তানি আয় বেড়েছে ৩৯.৬৪ শতাংশ। এছাড়া কৃষি জাতীয় পণ্যে ১৬.৪৭ শতাংশ, প্রস্তুতকৃত ভোগ্য পণ্যে ১৩.৩৮ শতাংশ, প্লাস্টিক পণ্যে ৫.৭৪ শতাংশ, রাবারে ২৬.৪৮ শতাংশ, চামড়া ও চামড়া জাতীয় পণ্যে ৯.৪৫ শতাংশ, হ্যান্ডিক্রাফটে ৪০.৮৪ শতাংশ, পাট পণ্যে ১০.৩৪ শতাংশ, হোম টেক্সটাইলে ৩৪.৩২ শতাংশ রপ্তানি আয় বেড়েছে। অন্য দিকে আয় কমেছে কেমিক্যাল পণ্যে ৪.৩৬ শতাংশ, ইঞ্জিনিয়ারিং পণ্যে ২৯.৪০ শতাংশ, গ্যাস ও গ্যাস জাতীয় পণ্যে ১৪.৮৯ শতাংশ।
সংবাদ শিরোনাম
জুলাই-আগস্টে রপ্তানি আয় বেড়েছে ১৩.৮৪%
- Reporter Name
- আপডেট টাইম : ১২:৩৯:৪০ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭
- ৩৬৭ বার
Tag :
জনপ্রিয় সংবাদ