হাওর বার্তা ডেস্কঃ দুই লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন ইসলামিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের উদ্যোক্তা মো. ফজলুল হক। ৩০ কার্যদিবসের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন হবে।
চলতি হিসাব বছরের প্রথমার্ধে ইসলামিক ফিন্যান্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৩ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৫৬ পয়সা। ৩০ জুন এর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৩ টাকা ২০ পয়সা।
ডিএসই সূত্রে জানা গেছে, এর আগে ২০১৬ সালের ২৫ অক্টোবর প্রথম এ শেয়ারগুলো বিক্রির ঘোষণা দিয়েছিলেন ফজলুল হক। তবে নির্দিষ্ট সময়ে বিক্রি করতে না পারায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন নিয়ে আবারো ওই শেয়ার বেচার ঘোষণা দিয়েছেন তিনি। বর্তমানে তার হাতে কোম্পানিটির ২ লাখ ৮৭ হাজার ৫৮০টি শেয়ার রয়েছে।