হাওর বার্তা ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করেছে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন মোল্লা সুমন।
আজ সোমবার বিকেলে জেলা শহরের সতাল এলাকায় ছাত্রলীগের আয়োজনে রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন-কিশোরগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট আমিনুল ইসলাম মীর সোহেল, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন বাচ্চু, বাংলাদেশ হেলথ এসোসিয়েশনের আহবায়ক এনায়েত রাব্বি লিটন, সাবেক ছাত্রনেতা সুখরঞ্জন রায়, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন চৌধুরী, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ ও এলংজুরী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রোকেল প্রমুখ।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হীরা, সহ-সভাপতি সোহাগ মির্জা, সহ-সম্পাদক শুভ নাথ, ছাত্রলীগ নেতা প্রসেনজিৎ নাগ, ইমন রানা, পিয়াল হাসান, সানি মির্জা, জাহাঙ্গীর আলম, অনিক, আকাশ ও শান্ত প্রমুখ।