হাওর বার্তা ডেস্কঃ ধামরাইয়ে রেজওয়ান আহমেদ নামের (৪৫) স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে পিটিয়ে দুই পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
গতকাল দিবাগত রাত ২টার দিকে ধামরাইর যাদবপুর ইউনিয়নের আমছিমুড় গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায় ধামরাইয়ে আগামী একাদশ জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে বর্তমান সদস্য এম এ মালেক ও সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদের মধ্যে বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল রাতে বেনজীর আহমেদের অনুসারী যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজওয়ান আহমেদকে আমছিমুড় এলাকায় বর্তমান সংসদ সদস্য এম এ মালেকের অনুসারী যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজুর ছেলে দিপুসহ কয়েকজন সন্ত্রাসী তাকে একা পেয়ে পিটিয়েও পায়ে রগ কেটে গুরুতর আহত করে দুই পা ভেঙ্গে দিয়ে পালিয়ে যায়।
এসময় তার কাছ থেকে ব্যবসার জন্য রাখা ৯০ হাজার টাকা লুটপাট করে তারা। পরে স্থানীয়রা ওই আওয়ামী লীগ নেতাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঢাকা জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদ হাওর বার্তাকে বলেন, একজন রাজনীতিবিদের কাছে এমন নোংরা আচরণ আশা করা যায় না, এভাবে আমার দলে নেতাকর্মীদের মারধর ও মিথ্যা মামলা দায়ের করে দলে মধ্যে ভাংঙ্গন সুষ্টি করার ফলে দলের সুনাম ক্ষুন্ন হয়েছে। এ ঘটনায় তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় তিনি ।
ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সতাকহাওর বার্তাকে বলেন আহত ওই আওয়ামী লীগ নেতাকে দেখতে হাসপাতালে ছুটে আসেন এবং তিনি বলেন এভাবে নেতা কর্মীকে কুপিয়ে হত্যা চেষ্টা করেছিল। আমার নেতার উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার দাবি করি। তা না হলে কঠোর আন্দোলনে যাওয়া হুমকি দেন।
এ বিষয়ে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক নাছির উদ্দি্তাহাওর বার্তাকে বলেন সন্ত্রাসীরা আওয়ামী লীগের ওই নেতার দুই পা ভেঙ্গে দেওয়ায় তার অবস্থা কিছুটা আশঙ্কাজনক।
এছাড়া, ধামরাই থানার অফিসার ইনচার্য রিজাউল হক দিপতহাওর বার্তাকে বলেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে কি কারনে এই হামলা, এছাড়া এলাকার যারা ঘটনা ঘটিয়েছে তাদের মধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের নাম জানা যায়নি। বাকীদের দ্রুত গ্রেফতর করা হবে। এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।