হাওর বার্তা ডেস্কঃ দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি এবং নিজের অসুস্থতার কারণে এবারের জন্মদিনে কেক কাটছেন না বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এমনটি জানিয়েছেন চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ‘উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যায় লাখ লাখ মানুষ পানিবন্দি। দেশের মানুষ ভালো নেই। এছাড়া চেয়ারপারসনও চিকিৎসাধীন আছেন। এমন পরিস্থিতিতে এবার জন্মদিন বিশেষভাবে পালন না করে তার আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। কেন্দ্র থেকে এমন নির্দেশনা না থাকলেও সারা দেশেই তার সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হতে পারে।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৭২তম জন্মবার্ষিকী আজ, ৭৩-এ পা দিলেন তিনি। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান খালেদা জিয়া।
লন্ডনে বড় ছেলে তারেক রহমান, দুই পুত্রবধূ ও নাতনিরা ঘরোয়াভাবে জন্মদিন পালন করতে পারেন।
যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ বলেন, আমরা নিজ উদ্যোগে চেয়ারপারসনের জন্মদিন পালন করব। কেকও কাটা হবে।