হাওর বার্তা ডেস্কঃ বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্রে অনেক রাঘব বোয়াল জড়িত ছিল বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। রাঘব বোয়ালেরা জড়িত থাকলেও তদন্তে দুর্বলতার কারণে তাদের বিচারের মুখোমুখি করা যায়নি বলে জানান তিনি।
মঙ্গলবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট আয়োজিত এক রক্তদান কর্মসূচির উদ্বোধনী পর্বে এসব কথা বলেন প্রধান বিচারপতি।
এ সময় তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্রের মধ্যে অনেক রাঘব বোয়াল জড়িত ছিল। কিন্তু তদন্তে দুর্বলতার জন্য তাদের বিচারে সোপর্দ করা যায়নি। এটি ছিল একটি ফৌজদারি ষড়যন্ত্র।