হাওর বার্তা ডেস্কঃ সন্দেহভাজন জঙ্গিদের অবস্থানের তথ্য পেয়ে ঢাকার পান্থপথের একটি আবাসিক হোটেল ঘিরে রেখেছে পুলিশ।
কলাবাগান থানার এস আই সারোয়ার হোসেন জানান, মঙ্গলবার ভোরে স্কয়ার হাসপাতালের কাছে হোটেল ওলিও ইন্টারন্যাশনাল নামের ওই হোটেলটি ঘিরে ফেলা হয়।
সকালে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো পর স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামালও পান্থপথের অভিযানের বিষয়ে সাংবাদিকদের জানান।
তিনি বলেন, সোয়াটসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। নাশকতার সরঞ্জাম থাকতে পারে।
পুলিশের তেজগাঁও বিভাগের একজন কর্মকর্তা জানান, ওই হোটেলের একটি কক্ষে একজন জঙ্গির অবস্থানের তথ্য রয়েছে তাদের কাছে। সেখানে আরও অস্ত্র ও বিস্ফোরক থাকতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে।