হাওর বার্তা ডেস্কঃ পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি বিবিএস কেবলস লিমিটেডের ৩৩ কোটি ৩৮ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে রোববার লেনদেনের শীর্ষে অবস্থান করে।
এদিন কোম্পানির শেয়ারদর চার দশমিক ৭৫ শতাংশ বা পাঁচ টাকা ২০ পয়সা বেড়ে সর্বশেষ প্রতিটি ১১৪ টাকা ৭০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ১১৫ টাকা। দিনভর শেয়ারদর সর্বনিম্ন ১০৬ টাকা ৯০ পয়সা থেকে সর্বোচ্চ ১১৬ টাকা ১০ পয়সায় হাতবদল হয়। ওই দিন ২৯ লাখ ৮৮ হাজার ৩৮৩টি শেয়ার মোট পাঁচ হাজার ৭৪৫ বার হাতবদল হয়, যার বাজারদর ৩৩ কোটি ৩৮ লাখ ৪৪ হাজার টাকা।
‘এন’ ক্যাটাগরির কোম্পানিটি চলতি বছর পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানির ৩০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১২০ কোটি টাকা। রিজার্ভের পরিমাণ ৬৮ কোটি ৭১ লাখ টাকা।
কোম্পানিটির মোট ১২ কোটি শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৩৩ দশমিক ৩৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক ২৯ দশমিক ৬০ শতাংশ, বিদেশি শূন্য দশমিক ৩৬ শতাংশ ও ৩৬ দশমিক ৭১ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর কাছে।