আইন-শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা রয়েছে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
ব্লগার হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে সুরঞ্জিত বলেন, ‘এটাও ঠিক, আমরা আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থ হয়েছি।’
সাবেক এই মন্ত্রী বলেন, ‘পুলিশ বাহিনী চাইলে আসামি ধরতে পারে না, এমন না। আমাদেরও ব্যর্থতা রয়েছে, সেটা ভাবতে হবে।’
?
মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আইজিপির সমালোচনা করে তিনি বলেন, ‘একের পর এক ব্লগার হত্যা হচ্ছে। আর পুলিশের আইজিপি সাহেব বললেন, ব্লগারদেরও উচিত ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কিছু লেখা ঠিক নয়। আনসারুল্লাহ বাংলা টিম হত্যার দায় স্বীকার করেছে, তাদের গ্রেপ্তার করেন।’
জনকণ্ঠের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, ‘গতকাল কোর্টপাড়া ছিল গরম। সাংবাদিক আর সুপ্রিম কোর্ট কনটেম্পট কেইসে এই প্রথম কনটেস্ট হচ্ছে। এর আগে কোর্টে কনটেম্পট কেইস হলে অভিযুক্তরা বলতেন, ‘হুজুর ভুল হয়ে গেছে মাফ করে দেন’। সুপ্রিম কোর্টের ইতিহাসে অতীতে এমন কনটেস্ট কেইস হয়নি। এটি একটি ব্যতিক্রমধর্মী ঘটনা।’
একই সঙ্গে তিনি বলেন, ‘কেউ জবাবদিহির ঊর্ধ্বে নয়। বিচার বিভাগ, শাসন বিভাগ, নির্বাহী বিভাগ সকলেরই কাজটি স্বচ্ছতার সঙ্গে করতে হবে। সাংবাদিকদেরও কোড অফ কনডাক্ট রয়েছে। তাদের সেগুলো বিবেচনা করেই কাজ করতে হয়।’