হাওর বার্তা ডেস্কঃ দেশের বাইরে ঘুরতে যাওয়া মানেই কিন্তু মোটা টাকার ধাক্কা নয়। ব্যাঙ্ক ব্যালান্স খুব একটা না খসিয়েও ঘুরে আসতে পারেন অন্য দেশ থেকে। কম টাকায় কোথায় কোথায় যেতে পারেন আপনি? এরকমই আটটি আন্তর্জাতিক সফরের হদিশ রইল এখানে।
১. থাইল্যান্ড:
সস্তায় বিদেশ সফর বলতেই প্রথমেই আসবে থাইল্যান্ডের নাম। মধ্যবিত্তের সামর্থের মধ্যেই এই সফর। রিটার্ন ফ্লাইটের জন্য খরচ পড়বে মাথাপিছু ১৫ থেকে ২৫ হাজারের মধ্যে। সস্তায় ভালো হোটেল পাবেন। অসাধারণ প্রাকৃতিক দৃশ্য, দুর্দান্ত সব বিচ আপনার মন টানবেই। সাত দিনের থাইল্যান্ড সফরে সব মিলিয়ে খরচ পড়বে মাথাপিছু ৪৫ হাজারের মতো।
২. শ্রীলঙ্কা:
ভারতের দক্ষিণ প্রান্তে এই ছোট্ট দ্বীপরাষ্ট্র অসাধারণ প্রাকৃতিক দৃশ্যে ভরপুর। ইন্টারনেটে একটু সার্চ করলেই সস্তায় ভালো হোটেলের খোঁজ পাবেন। বিমান ফেরার ভাড়া নিয়ে পড়বে ১৫-২৫ হাজার। সব মিলিয়ে সাত দিনের ট্রিপে খরচ পড়বে মাথাপিছু প্রায় ৪০ হাজার টাকা।
৩. ভুটান:
ভুটানকে বলা হয় পৃথিবীর সুখীতম দেশ। এই আনন্দের দেশে যেতে হলে প্লেনে গেলে বাজেট রাখুন মাথাপিছু ৪০ হাজার। বাই রোড গেলে খরচ অর্ধেক কমে যাবে। পশ্চিমবঙ্গ/সিকিম সীমান্ত সীমান্ত পেরিয়ে সহজেই সড়কপথে ভুটান যাওয়া যায়।
৪. কম্বোডিয়া:
এখানে আপনি দেখা পাবেন বিশ্বের বৃহত্তম বিষ্ণু মন্দিরের। পুরনো সভ্যতার ছোঁয়া পাবেন এখানে। প্রকৃতি ও ভারতীয় ইতিহাসের প্রতি টান থাকলে কম্বোডিয়া আপনাকে মুগ্ধ করবেই। সাত দিনের সফরে সব মিলিয়ে খরচ পড়বে মাথা পিছু ৪৫ হাজার।
৫. সিঙ্গাপুর:
আর্থিক ভাবে উন্নত কোনও দেশের অভিজ্ঞতা পেতে চান? কম খরচে সিঙ্গাপুর ট্রাই করতে পারেন। এর নগর জীবন সত্যিই মুগ্ধ করে দেয়। মাথা পিছু ৩৫ হাজার খরচ করলেই সাত দিনের সফর হয়ে যাবে।
৬. নেপাল:
প্রতিবেশী এই রাষ্ট্রে যাওয়া খুবই সোজা। সহজেই সড়ক পথে পৌঁছে যাবেন নেপালে। নেপাল যাওয়ার বিমান ভাড়াও বেশ সস্তা। নানা রকম অ্যাডভেঞ্চার স্পোর্টসের স্বাদ পাবেন এখানে। এছাড়াও খোদ মাউন্ট এভারেস্ট-সহ হিমালয়ের নানা পিক তো আছেই। সব মিলিয়ে মাথা পিছু ৩০ হাজারেই হয়ে যাবে সাত দিনের সফর।
৭. ইন্দোনেশিয়া:
ওয়াটার স্পোর্টস, স্ট্রিট শপিং ভালোবাসেন? আপনার ছুটি কাটানোর আদর্শ জায়গা ইন্দোনেশিয়া। একা যান, সঙ্গীর সঙ্গে বা পুরো পরিবার মিলে চুটিয়ে মজা করুন। ইন্দোনেশিয়া সত্যিই অসাধারণ। হোটেল এখানে অত্যন্ত সস্তা। সাত দিনের ট্রিপে খরচ পড়বে সব মিলিয়ে মাথা পিছু ৪৫ হাজার টাকা।
৮. দুবাই:
প্রচুর শপিং করতে ভালো লাগে? ঘুরে আসুন দুবাই। মেঘের মধ্যে দিয়ে ফুঁড়ে বেরনো বুর্জ খলিফা দেখুন, দুর্দান্ত সব শপিং মল, সোনার ঝলকানি – সব মিলিয়ে দুবাই আপনাকে জমিয়ে দেবে। সব মিলিয়ে মাথা পিছু ৩৫ হাজার খরচ পড়বে সাত দিনের দুবাই ট্রিপে।