পুঁজিবাজারে আসছে সরকারি কোম্পানির শেয়ার

পুঁজিবাজারে আসছে সরকারি কোম্পানির শেয়ার।সেই সঙ্গে বহুজাতিক কোম্পানি আনতে বৈঠকে বসবে অর্থমন্ত্রণালয়।রোববার (১৪ মে) এ বৈঠক হবার কথা রয়েছে। বৈঠকে সরকারি কোম্পানির শেয়ার অফলোড ও বহুজাতিক কোম্পানিগুলোকে কীভাবে পুঁজিবাজারে তালিকাভুক্তি করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে। বৈঠকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশসহ (আইসিবি) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এর আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রাষ্টায়ত্ত কোম্পানির পাশাপাশি বহুজাতিক কোম্পানিরও ভালো শেয়ার পুঁজিবাজারে তালিকাভুক্তির নির্দেশনা দিয়েছেন। তার নির্দেশনা অনুযায়ী কাজ করছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর