সার্চ কমিটি বৈঠকে বসছে শনিবার

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য নাম সুপারিশের দায়িত্ব পাওয়া সার্চ কমিটি শনিবার প্রথম বৈঠকে বসছে। এ দিন সকাল ১১টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে বসার কথা রয়েছে কমিটির সদস্যদের। ইতিমধ্যে নিজ নিজ উৎস থেকে নাম সংগ্রহ করার কাজ শুরু করেছেন তারা।
এর আগে বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এ কমিটির অন্যরা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, অডিটর জেনারেলের মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিরীণ আখতার। ছয়জনের এই কমিটির তিনজন উপস্থিত হলেই বৈঠক করা যাবে।
২০১২ সালের মতো এবারো এই কমিটির কাজে সাচিবিক সহায়তা করবে মন্ত্রিপরিষদ বিভাগ। ওই বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা সার্চ কমিটিতে অন্তর্ভুক্ত ব্যক্তিদের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর