সংসদ সদস্য থাকতে পারবেন না মায়া: দুদক আইনজীবী

দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া আর সংসদ সদস্য থাকতে পারবেন না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী। আজ বুধবার মায়ার বিরুদ্ধে দুর্নীতির মামলায় আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পর দুদক আইনজীবি সাংবাদিকদের জানান, তিনি আর সংসদ সদস্য থাকতে পারবেন না।

দুদক আইনজীবি বলেন, রায়ের পর মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সংসদ সদস্য পদ থাকা সংবিধানের সাথে সাংঘর্ষিক। তিনি বলেন, বিষয়টি নিয়ে সংসদে আলোচনা প্রয়োজন। আইন বিশেষজ্ঞরা বলছেন, এ রায়ের ফলে সংসদ সদস্যপদের সাথে মন্ত্রিত্বও অবৈধ হলো মায়ার জন্য। ফলে তিনি আর মন্ত্রীত্ব পদে থাকতে পারবেন না।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর