আগামী দিন আমরা সরকার গঠন করব: এরশাদ

আওয়ামী লীগ ও বিএনপি যে সরকারই ক্ষমতায় এসেছে তারাই আমার উপর নির্যাতন করেছে। তবে ধন্যবাদ আওয়ামী লীগ সরকার ও প্রধাণমন্ত্রী শেখ হাসিনাকে। তার সরকারের চেষ্টা ও কূটনৈতিক সাফল্যে ৬৮ বছর পরে ছিটমহলবাসীরা ফিরে পাচ্ছে তাদের নাগরিক অধিকার। এজন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ। বুধবার থানা মোড়ে উপজেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সভায় এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন,  আমরা আপনাদের পাশে আছি। আগামী দিন আমাদের। আপনাদের সমর্থন নিয়ে আগামীতে আমরা সরকার গঠন করব।
উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুর রহমান মিঞার সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব রেজাউল করিম রেজা প্রমুখ।
Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর