আমার জন্ম ও বেড়ে ওঠা ভাটি অঞ্চলে। পেশাগত ও রাজনৈতিক জীবনের শুরু এ অঞ্চলেই। তাই এ অঞ্চলের যে কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকা আমার জন্য আনন্দের। বললেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।
রোববার বৃহত্তর ময়মনসিংহ সমিতির নিজেস্ব ভবনের ভিত্তি স্থাপন ও অভিষেক অনুষ্ঠানে একথা বলেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, বৃহত্তর ময়মনসিংহ দেশের প্রাচীন জনপদের সমৃদ্ধ অংশ। সংস্কৃতি ও অতিথিপরায়ণতায় এ অঞ্চলের মানুষের রয়েছে আলাদা বৈশিষ্ট্য। বাণিজ্য ও বিনিয়োগে রয়েছে এ অঞ্চলের যথেষ্ট সম্ভাবনা। এ সম্ভাবনাকে কাজে লাগাতে প্লাটফর্ম হিসেবে কাজ করবে বৃহত্তর ময়মনসিংহ সমিতি।
তিনি বলেন, রাজনৈতিক মতে ভিন্নতার কারণে আমরা বিভিন্ন দল করে থাকি। কিন্ত উন্নয়নের ক্ষেত্রে সবাই এক ও অভিন্ন। তাই এ অঞ্চলের উন্নয়নে এখানকার শিল্পপতিদের এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর ময়মনসিংহ সমিতির সভাপতি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ আবুল কালাম আজাদ। স্বাগত বক্তব্য রাখেন সমিতির মহাসচিব ও গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ (বিপিএম, পিপিএম (বার)।