বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোরের নামে সীমান্ত উন্মুক্ত করে খুলে দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলে দেওয়ার ষড়যন্ত্র চলছে এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান।
তিনি বলেছেন, ‘এই করিডোর শুধু বাণিজ্যের জন্য নয়, এটি একটি ষড়যন্ত্রের আভাস মনে হচ্ছে। আরাকানদের করিডোর দিয়ে আমাদের সীমানায় আরেকটা ইসরায়েল গড়ে তোলার সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে। এটা কোনোভাবেই বাংলার জনগণ মেনে নিবে না।’
শনিবার (১৭ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকা’র দ্বিবার্ষিক সম্মেলনে ফজলুর রহমান এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ফজলুর রহমান আরো বলেন, ‘আজ সব বিষয়ে আলোচনা হয়, কিন্তু নির্বাচন নিয়ে কোনো আলোচনা নেই। এটি সুস্থ রাজনীতির সংকটের ইঙ্গিত দেয়। অনির্বাচিত শাসন দীর্ঘমেয়াদে একটি জাতির জন্য ধ্বংস ডেকে আনতে পারে ।’
এ সময় রাখাইনে মানবিক করিডোর প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা দেখছি সীমান্ত উন্মুক্ত করে দেওয়া হচ্ছে, অথচ দেশের জনগণের নিরাপত্তা ও স্বার্থ উপেক্ষিত। করিডোরের নামে বাস্তবে একটি ভিন্নধর্মী শক্তিকে স্থান দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আরাকানদের প্রবেশের সুযোগ করে দিয়ে সীমান্তবর্তী এলাকায় একটি নতুন ‘ইসরায়েল’ রাজ্য কায়েম করার জন্য গড়ে তোলা হচ্ছে, এমন শঙ্কা জনগণের মধ্যে রয়েছে। এটা দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে স্পষ্ট ষড়যন্ত্রের আবাস।’
পর্যটন খাতে সরকারের ব্যর্থতা তুলে ধরে এড. ফজলুর রহমান বলেন, ‘সেন্টমার্টিনে সাধারণ মানুষ যেতে পারছে না। ফেরি ও স্টিমার অকার্যকর হয়ে পড়ে আছে। স্থানীয়রা হাজার কোটি টাকার ব্যবসায় থেকে বঞ্চিত হচ্ছেন। এটি শুধু অব্যবস্থা নয়, বরং একটি পরিকল্পিত বঞ্চনার অংশ, যা রাষ্ট্রীয় অবহেলার ফল।’
জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য ছাড়া বিকল্প নেই। বিভাজনের রাজনীতি যদি বন্ধ না হয় এবং স্বচ্ছ নির্বাচন ও সমঅধিকারের পরিবেশ যদি নিশ্চিত না করা হয়, তাহলে রাষ্ট্র কাঠামো ভেঙে পড়বে।’
সংগঠনের সভাপতি সিনিয়র সাংবাদিক রাজেন্দ্র চন্দ্র দেব মন্টুর সভাপতিত্বে ও কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার দ্বি-বার্ষিক সম্মেলন উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ হামিদ মোহাম্মদ জসিম ও এরফানুল হক নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাবেক স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানসহ রাজনৈতিক সাংবাদিক ব্যবসায়িক নেতৃবৃন্দ ।