মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণা মদন উপজেলার মদন ইউনিয়নের কুলিয়াটি গ্রামে বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮মার্চ) বিকালে কুলিয়াটি ঈদগাঁহ মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম (খোকন) এবং সঞ্চালনায় ছিলেন ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আব্দুর রউফ।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ।
এছাড়ও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন-আহবায়ক সাইফুদ্দিন সেকুল, উপজেলা বিএনপি নেতা কাশেম, যুবদলের সাবেক সভাপতি লিটন, কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল আকন্দ ও উপজেলা উলামা দলের সভাপতি এনামুল হক প্রমুখ।