ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

দরকার হলে র‍্যাব নতুন করে গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৪ বার

দরকার হলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) নতুন করে গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘র‍্যাব নিয়ে আলোচনা হয়েছে। এটার ব্যাপারে আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি, মানে একটা আইডিয়া দেওয়া হয়েছে। একটা নামের এবং আগামী সভায় এটা নিয়ে একটু চিন্তাভাবনা করতে হবে।’

র‌্যাবের নাম পরিবর্তন হবে কি না, জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আগামী সভায় এটা সিদ্ধান্ত হবে।’

সিদ্ধান্তটা আসলে কী, নতুন করে গঠন কি না, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ, এটা দরকার হলে নতুন করে গঠন করা হবে।’

শীর্ষ সন্ত্রাসী ও দুর্ধর্ষ জঙ্গি দমনের উদ্দেশ্যে ২০০৪ সালে পুলিশের এলিট ফোর্স হিসেবে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) গড়ে তোলা হয়েছিল। তবে পরবর্তী সময়ে নারায়ণগঞ্জের সাত খুন, গুমঘরে বছরের পর বছর আটকে রাখা এবং বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনমূলক কর্মকাণ্ডে এই সংস্থার জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগে আওয়ামী লীগ সরকারের আমলে র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এ ছাড়া অন্তর্বর্তী সরকারের গঠিত গুম-সংক্রান্ত তদন্ত কমিশন জানায়, গুমের যে ৪০০টি ঘটনা তারা বিশ্লেষণ করেছেন, তার মধ্যে ১৭২টি ঘটনায় র‍্যাবের সম্পৃক্ততা পেয়েছেন বলে জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

খালেদা জিয়া-তারেক রহমানের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন জামায়াত আমির

দরকার হলে র‍্যাব নতুন করে গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট টাইম : ০৫:৪৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

দরকার হলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) নতুন করে গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘র‍্যাব নিয়ে আলোচনা হয়েছে। এটার ব্যাপারে আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি, মানে একটা আইডিয়া দেওয়া হয়েছে। একটা নামের এবং আগামী সভায় এটা নিয়ে একটু চিন্তাভাবনা করতে হবে।’

র‌্যাবের নাম পরিবর্তন হবে কি না, জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আগামী সভায় এটা সিদ্ধান্ত হবে।’

সিদ্ধান্তটা আসলে কী, নতুন করে গঠন কি না, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ, এটা দরকার হলে নতুন করে গঠন করা হবে।’

শীর্ষ সন্ত্রাসী ও দুর্ধর্ষ জঙ্গি দমনের উদ্দেশ্যে ২০০৪ সালে পুলিশের এলিট ফোর্স হিসেবে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) গড়ে তোলা হয়েছিল। তবে পরবর্তী সময়ে নারায়ণগঞ্জের সাত খুন, গুমঘরে বছরের পর বছর আটকে রাখা এবং বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনমূলক কর্মকাণ্ডে এই সংস্থার জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগে আওয়ামী লীগ সরকারের আমলে র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এ ছাড়া অন্তর্বর্তী সরকারের গঠিত গুম-সংক্রান্ত তদন্ত কমিশন জানায়, গুমের যে ৪০০টি ঘটনা তারা বিশ্লেষণ করেছেন, তার মধ্যে ১৭২টি ঘটনায় র‍্যাবের সম্পৃক্ততা পেয়েছেন বলে জানিয়েছেন।