পঞ্চগড় জেলায় একদিনের ব্যবধানে১২ ডিগ্রি থেকে ৯ এর ঘরে নেমে এসেছে তাপমাত্রার পারদ। আজ মঙ্গলবার কুয়াশা কিছুটা বেড়েছে। ঘন কুয়াশা আর বরফের পাহাড় হিমালয় থেকে সরাসরি বয়ে আসা হিমশীতল বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে। তীব্র শীতে বিপর্যন্ত হয়ে পড়েছে এই জনপদের মানুষ।
গতকাল সোমবার তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে অবস্থান করলেও মাত্র এক দিনের ব্যবধানেই আজ মঙ্গলবার তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে নেমে এসেছে।
এদিকে গত রবিবার সকাল ৯টায় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। আর গত শনিবার সকাল ৯টায় তাপমাত্রা ৯ দশমিক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। আজ মঙ্গলবার সকাল ৯ টায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
সামর্থ্যবানরা লেপ তোষক কম্বল ব্যবহার করলেও ছিন্নমূল অসহায় নিম্ন আয়ের মানুষগুলো ছেঁড়া কাঁথা কম্বল জড়িয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। অনেকে রাতে ও সকালে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
পঞ্চগড়ের তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় জানান, আজ মঙ্গলবার সকাল ৯টায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বাতাসের আদ্রতা ছিল ৮৬ শতাংশ। ঘণ্টায় ৬-৮ কিলোমিটার বেগে বাতাস বইছে। বইছে মৃদু শৈতপ্রবাহ।