ময়মনসিংহের তারাকান্দায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ আগস্ট) বিকেলে তারাকান্দা ইউনিয়নের ভুগলি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, ওই গ্রামের জহিরুল ইসলাম ও লিপা আক্তার দম্পত্তির মেয়ে ওসিয়া আক্তার (৮) ও আব্দুল্লাহ (৬)।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াজেদ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তারাকান্দা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাচ্চু মিয়া বলেন, জহিরুল ইসলাম ও লিপা আক্তার তাদের দুই শিশু সন্তানকে দাদা-দাদির কাছে রেখে ঢাকায় কাজ করতেন। ঘটনার দিন বেলা আড়াইটার দিকে বাড়ি থেকে ওসিয়া ও আব্দুল্লাহ নিখোঁজ হয়। তাদের দাদা-দাদি বিভিন্ন জায়গায় খোঁজ করেও কোনো সন্ধান পাননি। পরে বিকেলে তাদের বাড়ি থেকে কিছুটা দূরে স্থানীয়রা পুকুরে দুই শিশুকে ভাসতে দেখে।