প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে খাবার নিয়ে মারামারিতে জড়িয়ে পড়েন কর্মচারীরা। এতে এক কর্মচারী গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া এতে আহত হয়েছেন আরও কয়েকজন। আজ বুধবার দুপুরে সচিবালয়ে এ ঘটনা ঘটে। বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ এবং বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতি আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে। বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর আড়াইটার দিকে কর্মসূচি শেষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচি শেষে দুপুর আড়াইটায় খাবার বিতরণ শুরু হয়। একপর্যায়ে খাবার নিয়ে ব্যাপক কাড়াকাড়ি শুরু হয়ে যায়। এ সময় খাবার নিতে সমবায় সমিতির অফিসে ঢুকলে বিদ্যুৎ বিভাগের অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক দিদারুল আলমকে লক্ষ্য করে কেউ একজন বোতল ছুড়ে মারেন। এতে দিদারুল আলমের মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দিদারুল ছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। অনুষ্ঠানে আসা বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী খাবার পাননি বলে জানান। এজন্যই খাবার নিয়ে কাড়াকাড়ি হয়।
সংবাদ শিরোনাম
শোক দিবসের অনুষ্ঠান সচিবালয়ে খাবার নিয়ে মারামারি, মাথা ফাটল কর্মচারীর
- Reporter Name
- আপডেট টাইম : ১১:০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
- ৯৬ বার
Tag :
জনপ্রিয় সংবাদ