মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনা বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা সব দলের অংশগ্রহন চাই। তিনি আরো বলেন, আগামী জাতীয় নির্বাচনে প্রতিটি আসনে নৌকার বিজয় ধরে রাখতে জরিপের মাধ্যমে তৃণমূল থেকে যোগ ব্যাক্তিকে মনোনয়ন দেওয়া হবে।
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির এমন বক্তব্যে আশাবাদী হয়ে উঠছে নেত্রকোণা-৪ আসনের হাওরের জনসাধারণ। তারা মনে করেন, হাওর অঞ্চলে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বর্তমান মদন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমানই যোগ্য।
বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক। তিনি স্থানীয় তরুণ প্রজন্মের কাছে আওয়ামী লীগের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন।
উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে স্থানীয় রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন জনপ্রিয়তার শীর্ষে। মদন উপজেলার সার্বিক উন্নয়নও হচ্ছে তাঁর হাত ধরেই। দলীয় নেতা-কর্মী সমর্থকসহ হাওরবাসী মনে করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী আসনে আওয়ামী লীগের এমপি প্রার্থী হিসেবে বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমানকে নৌকার প্রতীক দিলে বিজয় সুনিশ্চিত।
তিয়শ্রী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবুর রহমান বলেন, বর্তমান মদন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান হচ্ছেন মাটি ও মানুষের নেতা। এই মুক্তিযোদ্ধার প্রতি হাওর এলাকার সাধারণ মানুষের মনে একটা আস্থা তৈরি হয়েছে। এ আস্থা থেকেই হাওরবাসী উনাকে আগামী সংসদ নির্বাচনে এমপি হিসেবে দেখতে চায়।
মদন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হেলাল উদ্দিন তালুকদার জানান, দ্বাদশ সংসদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমানকে এমপি হিসেবে দেখতে চায় হাওর এলাকার সচেতন নাগরিক সমাজ ও তরুণ প্রজন্ম।