হাওর বার্তা ডেস্কঃ হবিগঞ্জে চার ব্যক্তিকে তাদের স্ত্রীদের দায়ের করা মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। একইদিনে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ চারটি মামলার রায় ঘোষণা হয়।
সোমবার (২২ আগস্ট) বিকেলে আদালতের বিচারক এবং জেলা ও দায়রা জজ মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী এ মামলাগুলোর রায় ঘোষণা করেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন, মাধবপুর উপজেলার এখতিয়ারপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মামুনর রশিদ, একই উপজেলার হরিশ্যামা গ্রামের আবু মিয়ার ছেলে এমরান মিয়া, শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা গ্রামের মুসলিম চৌধুরীর ছেলে মারুফ মিয়া ও বানিয়াচং উপজেলার ইছবপুর গ্রামের ধলাই মিয়ার ছেলে তৌফিক মিয়া।
সোমবার রাতে আদালতের পেশকার ফজলু মিয়া জানান, যৌতুক না দেওয়ায় স্ত্রী নির্যাতনের অভিযোগ এনে এ চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন তাদের স্ত্রীরা। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারক চার জনকেই তিন বছরের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন।
রায় ঘোষণার সময় মামুনর রশিদ আদালতে উপস্থিত থাকায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। বাকী তিন আসামি পলাতক। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি মোস্তফা মিয়া।